কেন দোয়া কবুল হয় না?

মহান সাধক ইবরাহীম আদহামকে জিজ্ঞাসা করা হল , আমাদের কি হলো যে আমরা দোয়া করি অথচ তা আল্লাহ তায়ালা কবুল করেন না? তিনি জবাবে বললেনঃ-
১। তোমরা আল্লাহ তায়ালাকে চিনতে পেরেছ অথচ তার আনুগত্য করো না।
২। তোমরা রাসুল (সাঃ) কে চিনতে পেরেছ অথচ তার সুন্নাতকে তথা আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলো না।৩। তোমরা কুরআন মাজীদকে চিনতে পেরেছ অথচ তাতে উল্লেখিত আদেশ নিষেধ মেনে চলো না।
৪। তোমরা আল্লাহর নেয়ামত ভক্ষণ করো অথচ তার কৃতজ্ঞতা স্বীকার করো না।
৫। তোমরা বেহেশতকে চিনতে পারা সত্ত্বেও তা (আল্লাহর বিধি-নিষেধ মেনে চলে) তালাশ করো না।
৬। তোমরা জাহান্নাম সম্বন্ধে জানা সত্ত্বেও তার থেকে পালিয়ে থাকো না(নিষেধাজ্ঞামূলক কাজ বর্জন করে)।
৭। শয়তানকে চেনা সত্ত্বেও তার সাথে যুদ্ধ না করে বরং তাকে সমর্থন করো।
৮।তোমরা মরণকে চিনতে পেরেছ অথচ তার জন্য প্রস্তুত থাকো না।
৯।তোমরা মৃতদেরকে দাফন করো অথচ তা থেকে শিক্ষাগ্রহণ করো না।
১০।তোমরা নিজেদের দোষত্রুটি বাদ দিয়ে অপরের দোষত্রুটি খুঁজে বেড়াও।

সুতরাং কেমন করে তোমাদের দোয়া কবুল হবে?
(তাফসীরে কুরতুবী)